সংক্ষিপ্ত পরিচিতিঃ-
অত্র প্রতিষ্ঠান ১৯৭৬ সালে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষা কার্যক্রম শুরু হইয়া ১৯৯১ সাল পর্যন্ত চালু থাকে। ১৯৯২ সালে অত্র প্রতিষ্ঠানেই ১৯৯১-৯২ শিক্ষা বর্ষের এম,বি,বি,এস কোর্সের ছাত্র-ছাত্রী ভর্তি হইয়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ এর কার্যক্রম শুরু হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে নতুন স্থাপনায় স্থানান্তর হওয়ার প্রেক্ষিতে ১৫/০৪/২০৭ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রনালয়ের আদেশে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, বগুড়াকে রুপান্তরিত করে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী, বগুড়ায় ২০০৬ - ০৭ শিক্ষাবর্ষে ৩ বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজী কোর্সে সাতটি (০৭) অনুষদে ( টেকনোলজিতে ) ( অনুষদ:-ল্যাবরেটরী,ফার্মেসী, রেডিওলজী এন্ড ইমেজিং,ফিজিওথেরাপী, রেডিওথেরাপী, ডেন্টাল ও এসআইটি ) ১ম ব্যাচে ৩৭৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হইয়া মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, বগুড়ার জনবল দ্বারা ভৌত কাঠামোতে আই,এইচ,টি, বগুড়ার শিক্ষা কার্যক্রম সুচারু রুপে পরিচালিত হইয়া আসিতেছে।
অত্র প্রতিষ্ঠানে প্রতি বৎসর ৩৫৭ জন করিয়া ১ম, ২য় ও ৩য় বর্ষে ১০৭১ জন ছাত্র-ছাত্রী পড়াশনা করিয়া আসিতেছে এবং বর্তমানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১৪তম ব্যাচ পর্যন্ত কার্যক্রম চলিতেছে।